বিজেপির বনধকে ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুরের একাধিক এলাকা

বিজেপির বনধকে ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুরের একাধিক এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রণক্ষেত্র

বিজেপির বনধকে ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুরের একাধিক এলাকা। পৌরসভা ভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির বনধকে ঘিরে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার বেলার দিকে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল শ্যামনগর স্টেশন চত্বর ও বরানগরের টবিন রোড মোড়।

 

এদিন বেলা সোয়া বারোটা নাগাদ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জির নেতৃত্বে কর্মী-সমর্থকেরা শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেলগেটে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এসে অবরোধ তোলার চেষ্টা করে। সেই সময় দু’পক্ষের মধ্যে তীব্র বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়।

 

এদিকে সপ্তাহের প্রথম দিনে শিয়ালদহ মেইন শাখায় রেল অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। অভিযোগ,এরপর ঠিক সাড়ে বারোটা নাগাদ স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ দাস ও রানা দাসের নেতৃত্বে দলবল এসে পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মীদের ঝান্ডা কেড়ে তাদের শারীরিক নিগ্রহ করে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা পঙ্কজ দাসের দাবি,শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তা সত্ত্বেও মানুষের হয়রানি করে ওরা রেল অবরোধ করেছিল।

 

মানুষের ভোগান্তি দূর করতেই অবরোধ তুলে দেওয়া হয়। এদিনের ঘটনায় সাংসদ অর্জুন সিং বলেন,তার প্রচন্ড জ্বর। তাই অবরোধ কর্মসূচিতে যেতে পারেনি। তবে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ভেজিটেরিয়ান আন্দোলন ছেড়ে,এদিন জঙ্গি আন্দোলন করার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ। অপরদিকে এদিন একই সময়ে বরানগরের টবিন রোড মোড়ে বিজেপির অবরোধকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

 

আর ও পড়ুন     বিজেপির ডাকা বনধে তেমন প্রভাব পড়লো না ঝাড়গ্রাম জেলায়

 

বিজেপির যুবনেতা জয় শার নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকরা এদিন টবিন রোড মোড়ে,বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ওই সময় ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধকারীদের তুলতে গেলে,দু’পক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় বিটি রোডর,টবিন রোড চত্বর। এরপরেই পলিশ বিজেপি কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জ করে তখনকার মত অবরোধ তুলে দেয়।

 

যদিও এদিন অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের ইঁটের ঘায়ে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। মিনিট পোনেরো অবরোধের পর ফের বিজেপি কর্মী-সমর্থকরা বরানগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এমনকি বিক্ষোভকারীরা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আরাক প্রস্ত ঝামেলা বেধে যায়। বাধ্য হয়ে পুলিশ ফের লাঠিচার্জ করে অবরোধকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top