বিনোদন – জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা ও তাঁর স্ত্রী লিন লইশরাম সুখবর শেয়ার করেছেন—দম্পতি শীঘ্রই বাবা-মা হবেন। ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরী মডেল লিন-এর সঙ্গে রণদীপের বিবাহবার্ষিকীর দিনে এই খুশির সংবাদ প্রকাশ্যে এসেছে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পফায়ারের ছবি পোস্ট করে রণদীপ লিখেছেন, “দুই বছরের ভালোবাসা, রোমাঞ্চ আর এবার… খুদে আসার পথে।” অর্থাৎ, খুব শীঘ্রই পরিবার দুই থেকে তিন সদস্যে পরিণত হবে। দম্পতির আনন্দ প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাদের অভিনন্দন জানাচ্ছেন।



















