রণবীরের এই জিনিসটি আলিয়া কখনোই নিজের থেকে আলাদা করে রাখেন না

রণবীরের এই জিনিসটি আলিয়া কখনোই নিজের থেকে আলাদা করে রাখেন না

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭জুলাই ২০২১: রণবীর-আলিয়া যে প্রেমে এক্কেবারে হাবুডুবু খাচ্ছে তা আর আলাদা করে বলার কিছু নেই। তবে রণবীরের এমন কি জিনিস আলিয়া সব সময় নিজের কাছে রাখেন? সদ্য সোশ্যাল মিডিয়ায় ওয়ার্কআউটের ছবি শেয়ার করেছেন আলিয়া। কায়দা করে তোলা সেলফিতে তাঁর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু ফোনের কভারে একটি লভ ইমোজির পাশে রয়েছে একটি সংখ্যা। আর তা হল ৮। শোনা যায়, ৮ নাকি রণবীরের লাকি চার্ম। প্রিয় সংখ্যা। রণবীরের ফুটবলের জার্সির নম্বর, গাড়ির নম্বর প্লেট, ফোন নম্বর, সবেতেই ৮ সংখ্যা নাকি রয়েছে। তাঁর সম্পর্কিত যে কোনও কিছুতে ৮ সংখ্যাটিকে প্রাধান্য দেন অভিনেতা। ফলে আলিয়ার ফোন কভারেও যে প্রেমিকের পছন্দের ৮ থাকবে, তা বোধহয় বিচিত্র নয়।

এর আগে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ট্রু এবং ফলস সেশনে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, ৮ সংখ্যাটিকে আলিয়া কেন গুরুত্ব দেন। উত্তরে হাত দিয়ে ভালবাসার চিহ্ন তৈরি করে দেখান আলিয়া। একই সঙ্গে লজ্জা পেতেও নাকি দেখা যায় তাঁকে। তাই রণবীরের এই প্রিয় সংখ্যাকে নিজেরও প্রিয় করে তুলেছেন নায়িকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top