রণসংকল্প যাত্রার মাঝেই ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রণসংকল্প যাত্রার মাঝেই ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিন 24 পরগণা – রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রা চলাকালীনই রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্য শিবির পরিদর্শনে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ডিসেম্বর মাস থেকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই স্বাস্থ্য পরিষেবা শিবির শুরু করেছেন সাংসদ অভিষেক।
প্রথম দফার সাফল্যের পর দ্বিতীয় দফাতেও ‘সেবাশ্রয় ২’ ক্যাম্পে অভাবনীয় সাড়া মিলেছে। সাধারণ মানুষের ভিড় ও পরিষেবা গ্রহণের সংখ্যা চোখে পড়ার মতো। রবিবার ফলতা বিধানসভার মডেল ক্যাম্পে পৌঁছে সেখানে কর্মরত কর্মী, চিকিৎসক এবং পরিষেবা নিতে আসা মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই গোটা রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবেই রণসংকল্প যাত্রা করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিভিন্ন জায়গায় মানুষের ভিড় ও উপস্থিতি শাসক দলের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে বলে তৃণমূল সূত্রে দাবি।
একাধিক সভা ও কর্মসূচি থেকে বিজেপির প্রভাবেই নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর এবং কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালনের দিকেও যে তিনি সমানভাবে সচেতন, তা ‘সেবাশ্রয় ২’ কর্মসূচির মাধ্যমেই তুলে ধরতে চাইছে তৃণমূল নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ফলতার ‘সেবাশ্রয় ২’ শিবিরে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top