রথের মেলায় চলন্ত নাগোরদোলা ভেঙে চারজন আহত, আটক দুই। রথের মেলায় নাগোরদোলা ভেঙে বিপত্তি। আহত চার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মেমারী থানার রসুলপুরের দলুইবাজার এলাকায়। জানা গেছে রথযাত্রা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিকেল থেকেই মানুষের ভিড় উপচে পড়েছিল।
অনেকেই নাগোরদোলায় চেপে আনন্দ উপভোগ করছিলেন। রাত প্রায় ৯টা নাগাদ আচমকাই নাগর দোলার চরকি বেল্ট কেটে যায় ফলে এই ভয়াবহ ঘটনা। চলন্ত নাগোরদোলা লোহার কাঠামোর একদম উপর থেকে খুলে নেমে যায়। বেরিয়ে যায় একটি ডিব্বা। বাকি ডিব্বা গুলিও বে সামাল হয়ে পড়ে। তবে গতি কিছুটা কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে অনেকেই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা গেছে, এক একটি ডিব্বায় চারজন করে বসে ছিলেন। এরকমই একটি ডিব্বার মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ ছিলেন। এই দুর্ঘটনায় চারজনই কমবেশি আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরই মেমারী থানার পুলিশ মেলায় পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে মেমারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর নয়। তবে বড় ঘটনা ঘটে যেতে পারতো এদিন বলেই মেলায় আগত প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন। পুলিশ এই ঘটনার পর নাগোরদোলা কর্তৃপক্ষের দুজনকে আটক করেছে।
আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়
উল্লেখ্য, রথের মেলায় নাগোরদোলা ভেঙে বিপত্তি। আহত চার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মেমারী থানার রসুলপুরের দলুইবাজার এলাকায়। জানা গেছে রথযাত্রা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিকেল থেকেই মানুষের ভিড় উপচে পড়েছিল। অনেকেই নাগোরদোলায় চেপে আনন্দ উপভোগ করছিলেন। রাত প্রায় ৯টা নাগাদ আচমকাই নাগর দোলার চরকি বেল্ট কেটে যায় ফলে এই ভয়াবহ ঘটনা। চলন্ত নাগোরদোলা লোহার কাঠামোর একদম উপর থেকে খুলে নেমে যায়। বেরিয়ে যায় একটি ডিব্বা। বাকি ডিব্বা গুলিও বে সামাল হয়ে পড়ে। তবে গতি কিছুটা কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে অনেকেই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা গেছে, এক একটি ডিব্বায় চারজন করে বসে ছিলেন। এরকমই একটি ডিব্বার মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ ছিলেন। এই দুর্ঘটনায় চারজনই কমবেশি আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরই মেমারী থানার পুলিশ মেলায় পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে মেমারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর নয়।