
রবিনসন স্ট্রীটের ছায়া এবার বাঁকুড়ায়, কী ঘটেছে সেখানে ? রবিনসন স্ট্রীটের ছায়া এবার বাঁকুড়ায় । মৃত মেয়ের শবদেহ নিয়ে দিন কাটাচ্ছিলেন মা । অবশেষে এক আত্মীয়র সূত্রে বিষয়টি জানাজানি হয় এলাকায় । পরে বাড়িতে জোর করে ঢুকে এলাকার মানুষ দেখতে পান মেয়েটির মৃতদেহ খাটে পচাগলা অবস্থায় শোয়ানো রয়েছে । ঘটনাটি বাঁকুড়া শহরে কুচকুচিয়া মাঠপাড়া এলাকার ।
এরপর বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায় । মৃতার নাম কৃষ্ণা ব্যানার্জী (২৬) । স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কুচকুচিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা ঊষা ব্যানার্জী তাঁর স্বামীর মৃত্যুর পর নিজের বাড়িতে একমাত্র মেয়ে কৃষ্ণা ব্যানার্জীকে নিয়ে থাকতেন ।
এলাকাবাসীর দাবি গত কয়েকদিন ধরেই তাঁরা কৃষ্ণা কে রাস্তাঘাটে দেখতে পাচ্ছিলেন না । সন্দেহ হওয়ায় দু একজন কৃষ্ণার মা কে জিজ্ঞাসাও করেন । স্থানীয়দের দাবি জিজ্ঞাসা করলে ঊষা ব্যানার্জী জানান তাঁর মেয়ে অসুস্থ । এদিকে গতকাল বিকাল থেকে এলাকায় ব্যাপক পচা গন্ধ ছড়িয়ে পড়ে । এলাকাবাসী এই গন্ধের উৎস খুঁজে পাচ্ছিলেন না ।
আর ও পড়ুন হবিবপুরে বিজেপি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে এলেন কতোজন
আজ সকালে ঊষা ব্যানার্জীর এক আত্মীয়র সূত্রে বিষয়টি জানাজানি হয় এলাকায় । এরপর এলাকাবাসী কিছুটা জোর করেই ঢুকে পড়েন ঊষা ব্যানার্জীর বাড়িতে । এরপরই দেখেন খাটের উপর পড়ে রয়েছে কৃষ্ণার পচাগলা মৃতদেহ । এরপর বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । এলাকাবাসীর ধারনা গত রবিবার কৃষ্ণার মৃত্যু হয়েছে ।
একমাত্র মেয়েকে হারিয়ে মানসিক ভাবে কিছুটা ভারসাম্য হারিয়েই মা ঊষা ব্যানার্জীএই কাজ করেছেন কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি কৃষ্ণার মৃত্যুর আসল কারণ জানতে তৎপর হয়েছে পুলিশ । এলাকাবাসীর দাবি মা ও মেয়ে দুজনেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন ।
রবিনসন মা ঊষা ব্যানার্জী বলেন, “মেয়ের মৃত্যু হয়েছে জেনেও আমার কিছু করার ছিল না । পাড়ার কেউ আমাকে পাত্তা দেয়না । একা কি করে মেয়ের মৃতদেহ বাইরে নিয়ে যাব । তাই ভেবেছিলাম একদিন তো আমারও মৃত্যু হবে । সেদিন দিজনেরই মৃতদেহ বাড়ির মধ্যে পড়ে থাকবে”।