শাহরুখ পুত্র আরিয়নের গ্রফতারি নিয়ে কী বললেন রবিনা ট্যান্ডন। মুম্বইয়ের প্রমোদতরণীতে মাদক-পার্টি কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তার হওয়া নিয়ে সরগরম গোটা দেশ। শাহরুখ পুত্রের বিশৃঙ্খল জীবন যাপন নিয়ে কটাক্ষ চলছে, উলটো দিকে কঠিন সময়ে আরিয়ান এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বিশেষ করে বলিউডের একাধিক তারকা শাহরুখ-পুত্রের পাশে আছেন। এদিকে জামিন পাননি আরিয়ান, তাঁকে ১৪ দিনের আইনি হেপাজতে রাখা হয়েছে।
এই বিষয়ে এ নিয়ে রবিনা বললেন, ‘লজ্জাজনক রাজনীতির খেলা চলছে। একটা কমবয়সি যুবকের জীবন এবং ভবিষ্যত নিয়ে খেলা চলছে। হৃদয়বিদারক!’ মাদক-কাণ্ডে শাহরুখের ছেলেকে ধরার পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ উঠেছে একাধিক মহল থেকে। মহারাষ্ট্রেরই এক মন্ত্রীর দাবি, আরিয়ানকে যে ফ্যাসাদে ফেলা হবে তার প্ল্যান একমাস আগেই ছকা ছিল।
আর ও পড়ুন বিশ্বকাপে ভারতকে হারালেই ব্ল্যাঙ্ক চেক পাবেন পাক ক্রিকেটা্ররা
এদিকে কঠিন সময়ে পারিবারিক বন্ধু ফারহা খানকে পাশে পাচ্ছেন শাহরুখ-গৌরি। জামিনের শুনানির দিনই ছিল গৌরি খানের জন্মদিন।
শাহরুখের সঙ্গে গৌরির ছবি পোস্ট করে ফারহা লিখলেন, গত এক সপ্তাহে দেখা সবথেকে শক্তিশালী মা-কে জন্মদিনের শুভেচ্ছা। আরিয়ানের পাশে দাঁড়িয়ে পোস্ট করেছেন হৃতিক রোশনও।
উল্লেখ্য, শাহরুখ পুত্র আরিয়নের গ্রফতারি নিয়ে কী বললেন রবিনা ট্যান্ডন। মুম্বইয়ের প্রমোদতরণীতে মাদক-পার্টি কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তার হওয়া নিয়ে সরগরম গোটা দেশ। শাহরুখ পুত্রের বিশৃঙ্খল জীবন যাপন নিয়ে কটাক্ষ চলছে, উলটো দিকে কঠিন সময়ে আরিয়ান এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বিশেষ করে বলিউডের একাধিক তারকা শাহরুখ-পুত্রের পাশে আছেন। এদিকে জামিন পাননি আরিয়ান, তাঁকে ১৪ দিনের আইনি হেপাজতে রাখা হয়েছে।