হুগলি – ফের বিপাকে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। রাস্তা সংস্কারের জন্য রবিবারও বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। জানা গেছে, কেবল ও বেয়ারিং মেরামতির কাজের জন্য সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করা যাবে না। কাজ চলাকালীন সময়ে সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগেও একই কারণে একাধিকবার বন্ধ করা হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু। এবার ফের সেই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে শহরবাসীকে।
সেতু বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার বিষয়টি মাথায় রেখে কলকাতা পুলিশ সমস্ত গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেবে। যাদের রবিবার সকালে রাস্তায় বেরোতে হবে, তাঁদের আগেই জেনে নিতে হবে কোন কোন রুট দিয়ে যান চলাচল করবে। যানবাহনের চাপ সপ্তাহের অন্য দিনগুলিতে বিদ্যাসাগর সেতুতে অনেক বেশি থাকে। তাই মেরামতির কাজ দ্রুত শেষ করতে ছুটির দিন বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
প্রশাসন সূত্রে খবর, বিকল্প রুটে যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে নিত্যযাত্রীদের উদ্দেশে পরামর্শ, রবিবার রাস্তায় নামার আগে ট্রাফিক অ্যাডভাইসরি অবশ্যই দেখে নিতে হবে।




















