নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,৮ই সেপ্টেম্বর :রবিবার উইকেন্ড ট্যুরে যাঁরা দিঘা এসেছেন, দেখতে পাবেন দৈত্যাকার ঢেউ । এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই দিঘা সৈকতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল এলাকা গুলিতে । এরই সঙ্গে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ আপাতত। হালকা-বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে সরে গেলেও ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকায়। সব মিলিয়ে জমজমাট হতে পারে উইকেন্ড ট্যুর ।
বলা হচ্ছে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে। বিশেষ করে দিঘা-তাজপুর -মান্দারমনি-শঙ্করপুরে পর্যটকদের ভিড় বাড়ে। জমজমাট সৈকতে অনেকেই জলোচ্ছ্বাস উপভোগ করার আশায় ছোটেন ।
তবে হাওয়া দপ্তরের সতর্কতা এটাও যে জলোচ্ছ্বাস এতটাই তীব্র হতে পারে যে ১২-১৪ ফুট উচ্চতায় উঠতে পারে এক একটা ঢেউ। সেইসঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া। যা প্রায় ঘণ্টা ৪৫ কিমি বেগে বইবে বলে পূর্বাভাস। যে কারণে, দিঘা- সৈকতে পুলিশ প্রশাসনের তরফে পর্যটকদের সতর্ক করা হয়েছে। মাইকিং করে বলা হচ্ছে, সমুদ্রের বড় ঢেউ থেকে দূরে থাকবেন ।
প্রশাসনরে তরফে মৎস্যজীবীদেরও মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার জন্য সৈকতে নুলিয়া ও পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে ।
রবিবার উইকেন্ড ট্যুরে দিঘা এসেছেন? দেখতে পাবেন দৈত্যাকার ঢেউ
রবিবার উইকেন্ড ট্যুরে দিঘা এসেছেন? দেখতে পাবেন দৈত্যাকার ঢেউ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram