রবিবাসরীয় প্রচার শুরু করে দিলেন ব্যারাকপুরের সব কটি রাজনৈতিক দলের প্রার্থীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আজ প্রথম রবিবার। আর আজ রবিবাসরীয় প্রচার জোর কদমে শুরু করে দিলেন ব্যারাকপুর মহকুমার সব কটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে প্রচারে অনেক টা এগিয়ে থাকছে তৃণমূল।
রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত বহু বছর ধরে কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতিতে এই প্রথমবার রাজ চক্রবর্তী স্নেহের জিৎ তরুণ ব্রিগেড 22 নম্বর ওয়াজ প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে প্রচার চলছে জিৎ মানুষের ভালোবাসা আর সকলের কাছে ভালো মানুষ পরিচিতি এটাই জীতব্রতের প্লাস পয়েন্ট তার সাথে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মানুষের যে পাওনা সেটাই নিয়ে জিতের প্রচার রবিবার সকালে।
ব্যারাকপুরে রবিবার সকালে ছুটির দিন কি বিরোধীরাও কাজে লাগিয়েছে বহুদিনের পরিচিত লাল ব্রিগেডের মানুষের সাথে থাকা মহিলা নন্দিতা মজুমদার এবছর পৌরসভা ব্যারাকপুরের তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী এবছর লড়াইটা তার ওয়ার্ডে ত্রিমুখী তৃণমূল বিজেপি সিপিএম তাই তিন নম্বর ওয়ার্ডে নন্দিতা মজুমদার অনেকটাই আশাবাদী বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকার জন্য।
আর ও পড়ুন টাকি পৌরসভা দখলের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস
উল্লেখ্য, রবিবাসরীয় প্রচার শুরু করে দিলেন ব্যারাকপুরের সব কটি রাজনৈতিক দলের প্রার্থীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আজ প্রথম রবিবার। আর আজ রবিবাসরীয় প্রচার জোর কদমে শুরু করে দিলেন ব্যারাকপুর মহকুমার সব কটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে প্রচারে অনেক টা এগিয়ে থাকছে তৃণমূল।
রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত বহু বছর ধরে কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতিতে এই প্রথমবার রাজ চক্রবর্তী স্নেহের জিৎ তরুণ ব্রিগেড 22 নম্বর ওয়াজ প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে প্রচার চলছে জিৎ মানুষের ভালোবাসা আর সকলের কাছে ভালো মানুষ পরিচিতি এটাই জীতব্রতের প্লাস পয়েন্ট তার সাথে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মানুষের যে পাওনা সেটাই নিয়ে জিতের প্রচার রবিবার সকালে। ব্যারাকপুরে রবিবার সকালে ছুটির দিন কি বিরোধীরাও কাজে লাগিয়েছে বহুদিনের পরিচিত লাল ব্রিগেডের মানুষের সাথে থাকা মহিলা নন্দিতা মজুমদার এবছর পৌরসভা ব্যারাকপুরের তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী এবছর লড়াইটা তার ওয়ার্ডে ত্রিমুখী তৃণমূল বিজেপি সিপিএম তাই তিন নম্বর ওয়ার্ডে নন্দিতা মজুমদার অনেকটাই আশাবাদী বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকার জন্য।