বিধাননগরে সিপিএম প্রার্থীর হয়ে রবিবাসরীয় প্রচারে সুজন চক্রবর্তী । রবিবাসরীয় প্রচারে সুজন চক্রবর্তী। বিধান নগর করপোরেশন এর ৩২ নাম্বার ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী সুকান্ত ব্যানার্জির হয়ে প্রচারে আসেন।কর্মী সমর্থক দের সঙ্গে নিয়ে মিছিল করে ভোট প্রচার করেন।
প্রচারের পর সুজন চক্রবর্তী জানান, নির্বাচনের পরে যে হিংসা দেখা গেছে স্বাধীনতার পরে তেমন আর কখনো দেখা যায়নি পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি কে এই ভাবে দেখতে পারবোনা রক্তাক্ত হতে দেখতে পারবোনা
পশ্চিমবঙ্গের মানবাধিকার লুণ্ঠিত যেটা আমি দেখতে পারবোনা বলছেন রাজ্যপাল সেই নিয়ে সুজন চক্রবর্তী বলেন, রাজ্যপাল সারাদিন এত কথা বলছেন যেন মনে হচ্ছে রাজ্যপাল একটা রাজনীতির জন্য এসেছেন এটা ঠিক হচ্ছে না।রাজ্যপালের পক্ষে এটা সমচিন নয়।
পশ্চিমবাংলায় ভোট পরবর্তী শুধু না ভোট পরবর্তী ও ভোটের আগে যে ভাবে হিংসা হয়েছে এবং তৃণমূল যে হিংসা করেছে তার নিন্দার কোনো ভাষা নেই।বিপদজনক।এবং সেগুলো অবশ্যই প্রশাসনিক ভাবে দেখা যাদের কর্তব্য তাদের দেখা উচিত।কিন্তু রাজ্যপাল বলছেন স্বাধীনত্মর ভারতে এরকম হিংসা উনি দেখে নি।আমি শুধু মনে করিয়ে দি স্বাধীনতার পর ভারতবর্ষের সব চাইতে বড়ো হিংসা যেটা বিপদজনক তা ঘটিয়েছিল আরএসএস।মহাত্মাগান্ধী কে খুন করার মধ্যে দিয়ে ।রাজ্যপাল কি সেটা ভুলে গেছেন।রাজ্যপালের কাজে কর্মে আরএসএস খুশি হবে এটা যেন না হয়।
আর ও পড়ুন কন্যা সন্তান হওয়ায় গৃহবধুকে শারীরিক এবং মানসিক নির্যাতন
সুজন চক্রবর্তী বলেন, রাজ্যেরমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন রাজ্যপালের পাশে সে যে প্রোফেসনাল কিলার।আমি বলছি কথাটা প্রায় ঠিকই বলেছেন ।তার সঙ্গে যোগ করে দিন যেপ্রোফেসনাল কিলার উনি যাকে বলছেন তিনি রাজ্যপালের পাশে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা ধরে বড়ো হয়েছেন।বিকাশ বসু খুন হয়ে যাওয়ার পরও মঞ্জু বসুদের অভিযোগ থাকার পরেও তৃণমূল এর নেতা নেত্রীরা অর্জুন সিংকে সঙ্গে রেখে একই পার্টি করেছেন ।অর্জুন সিংয়ের সঙ্গে একই ছাতার তলায় জ্যোতিপ্রিয় মল্লিকরা ছিলেন।
উল্লেখ্য, বিধাননগরে সিপিএম প্রার্থীর হয়ে রবিবাসরীয় প্রচারে সুজন চক্রবর্তী । রবিবাসরীয় প্রচারে সুজন চক্রবর্তী। বিধান নগর করপোরেশন এর ৩২ নাম্বার ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী সুকান্ত ব্যানার্জির হয়ে প্রচারে আসেন।কর্মী সমর্থক দের সঙ্গে নিয়ে মিছিল করে ভোট প্রচার করেন।
প্রচারের পর সুজন চক্রবর্তী জানান, নির্বাচনের পরে যে হিংসা দেখা গেছে স্বাধীনতার পরে তেমন আর কখনো দেখা যায়নি পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি কে এই ভাবে দেখতে পারবোনা রক্তাক্ত হতে দেখতে পারবোনা
পশ্চিমবঙ্গের মানবাধিকার লুণ্ঠিত যেটা আমি দেখতে পারবোনা বলছেন রাজ্যপাল সেই নিয়ে সুজন চক্রবর্তী বলেন, রাজ্যপাল সারাদিন এত কথা বলছেন যেন মনে হচ্ছে রাজ্যপাল একটা রাজনীতির জন্য এসেছেন এটা ঠিক হচ্ছে না।রাজ্যপালের পক্ষে এটা সমচিন নয়।