রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন হিন্দু মহিলা। সম্প্রীতির অনন্য নজির ,মাহে রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন হিন্দু মহিলা। আর হাতে গোনা দু দিন পরই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান।
যে মাসে একমাস যাবৎ সিয়াম সাধনা করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তারা ভোর বেলায় সেহেরি খেয়ে সারাদিন সম্পুর্ণভাবে উপস করেন, পরম সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করে থাকেন। এমন মাসে সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে এলেন হাবড়া অশোকনগরের বিশিষ্ট সমাজসেবী রিয়া রুবি।
আর ও পড়ুন স্পায়ের আড়ালে মধুচক্র, বিস্ফোরক অভিযোগ তরুণীর
তার উদ্দ্যোগে পুরুলিয়ার বড়বাজারে দুস্থ মুসলিম পরিবারদের হাতে রমজানের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তার ওই সাহায্য নিয়ে সুদুর গলসি থেকে পুরুলিয়া পৌছান পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি জাকির হোসেন। তিনিই সমগ্র ব্যবস্থাপনা করেন।
তাকে সহযোগিতা করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল। এদিন তারা বড়বাজার এলাকার পরিবারদের হাতে খেজুর, আপেল, চিনি, ছোলা, বেসন, সরসে তেল, সহ বেশকিছু শুকনো খাবার তুলে দেন।
কার্যতঃ সম্প্রীতির মেলবন্ধন অক্ষুন্ন রাখতে হিন্দু মহিলার এমন কাজে খুশি হয়েছেন এলাকার মানুষ।
উল্লেখ্য, রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন হিন্দু মহিলা। সম্প্রীতির অনন্য নজির ,মাহে রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন হিন্দু মহিলা। আর হাতে গোনা দু দিন পরই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান।
যে মাসে একমাস যাবৎ সিয়াম সাধনা করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তারা ভোর বেলায় সেহেরি খেয়ে সারাদিন সম্পুর্ণভাবে উপস করেন, পরম সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করে থাকেন। এমন মাসে সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে এলেন হাবড়া অশোকনগরের বিশিষ্ট সমাজসেবী রিয়া রুবি।