নিজস্ব সংবাদদাতা,আসানসোল, ৫ই জুন :সারা দেশের সাথে আসানসোলেও পালিত হলো খুশির ঈদ ৷ এক মাসের পবিত্র রমজান শেষে খুশির ঈদের নমাজ পড়তে বুধবার সকালে আসানসোলের ইদগাতে ভিড় করেন সমস্ত ধর্মপ্রাণ মুসলিম জনগণ ৷ ইদগার কেন্দ্রীয় নমাজ পাঠের শেষে কোলাকুলির মাধ্যমে সম্প্রীতির বার্তায় মেতে ওঠেন সাধারণ মানুষ ৷ এদিন আসানসোলের ইদগা অঞ্চলে সাধারণ মানূষকে সম্প্রীতির বার্তা দিতে উপস্থিত থাকেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়াড়ি ৷
রমজান শেষে খুশির ঈদের নমাজ পড়তে আসানসোলের ইদগাতে ধর্মপ্রাণ মুসলিম জনগণ
রমজান শেষে খুশির ঈদের নমাজ পড়তে আসানসোলের ইদগাতে ধর্মপ্রাণ মুসলিম জনগণ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram