নিজস্ব সংবাদদাতা ৩ নভেম্বর ২০২০ পূর্ব মেদিনীপুর: অনেক দিন আগে থেকেই বিলুপ্ত প্রাণীদের ধরা নিষিদ্ধ করেছে সরকার। মানুষের মনে সচেতনতা জাগাতে বহু প্রচার অভিযান চালানো হয়েছে আগে থেকেই তারপরেও সচেতন হচ্ছেননা মানুষজন।

বার বারই বিলুপ্ত প্রাণীদের টাকার আশায় পাচার করে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। বেশ কিছু দিন যাবৎ লুকিয়ে কচ্ছপ বিক্রি করছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বড় বাজারের কিছু মাছ ব্যবসায়ী। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার পুলিশ লুকিয়ে রাখা কচ্ছপ গুলি কে উদ্ধার করে। যদিও তমলুক থানার পুলিশ যাওয়ার আগেই বেশ কিছু কচ্ছপ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অনুমান। তমলুক থানার পুলিশ ঘটনা স্থলে গেলে কচ্ছপ বিক্রেতা পালিয়ে যায়। উদ্ধার হওয়া কচ্ছপ গুলি কে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তমলুক থানার পুলিশ এক জনকে আটক করেছে। জানা যায় কচ্ছপ গুলির ওজন প্রায় তিন থেকে চার কিলো। পুলিশ অভিযান করলে কচ্ছপ বিক্রি করা বন্ধ থাকলেও বেশ কিছু দিন পর থেকে আবার শুরু হয়ে যায় কচ্ছপ বিক্রি তমলুক শহরে।