রসায়ন গবেষণায় সাফল্য দাঁতনের মিলন প্রামাণিক! পশ্চিম মেদিনীপুরে দাঁতনের পুন্দড়ার মিলন প্রামাণিক সাফল্য পেলেন রসায়ন গবেষণায়। গত ৩ মে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠ৷ দিবসে তিনি পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড ২০২২’। ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স অ্যাডুকেশন এণ্ড রিসার্চ প্রতিষ্ঠান থেকে অধ্যাপক প্রসেনজিত মালের তত্ত্বাবধানে গবেষণা করেছেন। তাঁর গবেষণার বিষয় আলোক শক্তি এবং অনুঘটকের বিক্রিয়াকে কাজে লাগিয়ে ওষুধ তৈরির নতুন পথের সন্ধান দেওয়া।
ইতিমধ্যেই এ নিয়ে তাঁর গবেষণা এগিয়েছে। তাঁর এই কাজের সফলতার জন্য গত ৩মে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট তাঁকে ‘আউটস্ট্যান্ডিং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ দিয়েছে। উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। যদিও ওই দিন মুম্বইতে উপস্থিত থাকতে পারেননি মিলন।অ্যাসোসিয়েট হিসেবে নিযুক্ত তিনি সোমবার ৬মে বেরিয়েছেন দক্ষিণ কোরিয়ার পুষন ন্যাশনাল ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তিনি গবেষণার জন্য রিসার্চ হবেন বিশ্ববিদ্যালয়ে। পরিবার সূত্রে খবর, পরিবার দরিদ্র। বাবা মন্টু প্রামাণিক গৃহ শিক্ষক। মিলনেরা দুই ভাই, দাদা অমিয়ও গৃহ শিক্ষকতা করেন। মিলনের ছোট বয়েস থেকেই গভীর অধ্যবসায় ছিল।
আরও পড়ুন –গর্ভবতীকে কাঁচি দিয়ে পেটে আঘাত করার অভিযোগে পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে দাঁতনের পুন্দড়ার মিলন প্রামাণিক সাফল্য পেলেন রসায়ন গবেষণায়। গত ৩ মে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠ৷ দিবসে তিনি পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড ২০২২’। ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স অ্যাডুকেশন এণ্ড রিসার্চ প্রতিষ্ঠান থেকে অধ্যাপক প্রসেনজিত মালের তত্ত্বাবধানে গবেষণা করেছেন। তাঁর গবেষণার বিষয় আলোক শক্তি এবং অনুঘটকের বিক্রিয়াকে কাজে লাগিয়ে ওষুধ তৈরির নতুন পথের সন্ধান দেওয়া। ইতিমধ্যেই এ নিয়ে তাঁর গবেষণা এগিয়েছে।
তাঁর এই কাজের সফলতার জন্য গত ৩মে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট তাঁকে ‘আউটস্ট্যান্ডিং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ দিয়েছে। উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। যদিও ওই দিন মুম্বইতে উপস্থিত থাকতে পারেননি মিলন।অ্যাসোসিয়েট হিসেবে নিযুক্ত তিনি সোমবার ৬মে বেরিয়েছেন দক্ষিণ কোরিয়ার পুষন ন্যাশনাল ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তিনি গবেষণার জন্য রিসার্চ হবেন বিশ্ববিদ্যালয়ে। পরিবার সূত্রে খবর, পরিবার দরিদ্র। বাবা মন্টু প্রামাণিক গৃহ শিক্ষক। মিলনেরা দুই ভাই, দাদা অমিয়ও গৃহ শিক্ষকতা করেন। মিলনের ছোট বয়েস থেকেই গভীর অধ্যবসায় ছিল। রসায়ন গবেষণায়