নিজস্ব সংবাদদাতা, বীরভূম,২১ শে সেপ্টেম্বরঃ শুক্রবার রাত তখন প্রায় দশটা, বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ডে নিউ মার্কেটের দোতালায় একটি বিউটি পার্লারে পিংকি গড়াই নামে পর্লার মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা ঝাড়খণ্ডের বাঁশফুলির বাসিন্দা। অন্যান্য দিন বেলা চারটের মধ্যে পার্লার বন্ধ করে বাসে করে ঝারখান্ড চলে যেত। কিন্তু এদিন রাত দশটা বেজে দেওয়াতেই পার্লার থেকে বের হয়নি সে, কিন্তু পার্লারের ভেতর আলো বন্ধ থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। পাশেই থাকা অন্যান্য দোকানের কর্মচারীরা প্রথমে ডাকাডাকি করে, সাড়া না দেওয়ায় দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পাই গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে পিংকি।
খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে সিউড়ি বাসস্ট্যান্ডে, খবর দেওয়া হয় সিউড়ি থানায়। সিউড়ি থানার পুলিশ আসে এবং মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি খবর দেওয়া হয়েছে তার পরিবারের লোকজনদের।হঠাৎ কী এমন ঘটল, যে বাড়ি থেকে আসার পর পার্লারে এসে আত্মহত্যা করতে হল তাকে ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য ? সমস্তটাই খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।