শান্তিপুরে এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য! শান্তিপুরে ফের ঘটল এক আত্মহত্যার ঘটনা। এমনকি আত্মহত্যার সময় ফেসবুকেই লাইভ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল আরো এক যুবক। সূত্রের খবর,মৃত যুবকের নাম রবি বিশ্বাস। তার বয়স আনুমানিক একুশ বছর বলে জানা গিয়েছে। সূত্রের খবর,শান্তিপুর থানা এলাকার থানার মোড় সংলগ্ন বাসন্তী পাড়া এলাকায় বুধবার রাত্রি আটটার সময় সেই যুবক তার নিজের ফেসবুক লাইভ অন করে।তারপর ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে,পরিবারের লোকজন রাত্রি নটা নাগাদ ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে আসেন।কিন্তু দেখেন, ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরই সেই যুবককে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে,এই ধরনের ঘটনা নিয়ে যুবকের পরিবারের বক্তব্য, কর্মসূত্রে ভিন রাজ্যে থাকত ওই যুবক। গত ৭ দিন আগে সে শান্তিপুরের নিজের বাড়িতে এসেছিল। কিন্তু হঠাৎ কি এমন হল যে,সে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করল তা নিয়ে রীতিমতো ঘনীভূত হচ্ছে রহস্য।
আর ও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ
এদিকে, পরিবার জানিয়েছে, ওই যুবক ভিন রাজ্যে চলে যাওয়ার পর তার স্ত্রীও নিজের বাবার বাড়িতে চলে যায়। তাকে জানানো হলে সে বাড়িতে আসে। তবে,এই ঘটনাটি নিয়ে তার স্ত্রী রুপালি বিশ্বাস কে প্রশ্ন করা হলে,তিনি কিছুই বলতে পারেন নি। অন্যদিকে,বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়। তবে যুবকের মৃত্যুর পেছনের কারণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বলে জানা গিয়েছে।এদিকে, এই ধরনের ঘটনায় যুবকের পরিবার ও পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। রহস্য মৃত্যু



















