নিজেস্ব সংবাদদাতা,কলকাতা,৭ই জুলাই, বুধবার রাতে নিউটাউন থাকদাড়ি এলাকায় হানা দেয় নিউটাউন থানার পুলিশ। সেখান থেকেই নিউটাউন এলাকার কুখ্যাত ডাকাত দলের মূল পান্ডা সাদ্দাম হোসেন (চায়না) ও তার সহযোগী মহম্মদ আসলামকে গ্রেফতার করা হয়।দুজনেই হাতিয়ারা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, চায়না এর আগেও অনেক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল, তারই জেরে বেশ কয়েকবার গ্রেফতার করা হয় তাকে।
গতকাল গভীর রাতে সূত্র মারফত পুলিশ খবর পায়, নিউটাউন থাকদাড়ি এলাকায় প্রায় ১০-১২ জন যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে দাড়িয়ে আছে । সেই সূত্র মারফত সেখানে হানা দেয় পুলিশ। পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালাতে শুরু করে। পুলিশ তাদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি গুলি ও একটি ওয়ানসটার উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা উক্ত এলাকায় একটি ডাকাতি করার ছ্ক আগেই তৈরী করেছিল এবং পুরো প্লানিং এর মূল কর্ণধার ছিল চায়না।