সব শুটিং বন্ধ রাখলেন শাহরুখ খান, কেন? জীবনে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ছেলে আরিয়ন গ্রেফতার হওয়ার পর অনির্দিষ্ট কালের জন্য কাজ থেকে ছুটি চাইলেন শাহরুখ। বড়ছেলে আরিয়ানের সমস্যা না মেটা পর্যন্ত শুটিংয়ে ফিরবেন না বলেই জানিয়েছেন শাহরুখ। বজানা গিয়েছে, ‘পাঠান’ ছবির কাজ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছেন শাহরুখ। এমনকি আগামী ছবির প্রস্তুতিও নেবেন না এই মুহূর্তে।
উল্লেখ্য, গত শনিবার রেভ পার্টি থেকে এনসিবি আটক করে আরিয়ানকে। আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান এনসিবির হেফাজতে থাকবে। ওইদিন তাঁর আইনজীবী ফের জামিনের আবেদন করবেন। ওই দিন মামলার শুনানি। যে কারণে দেশের বাইরে এই মুহূর্তে পা রাখতে পারবেন না শাহরুখ।
আর ও পড়ুন এবার পুজোর আয়োজনে থাকুক নিরামিষ সবজি
সূত্রের খবর, পাঠান’ (২০২২-এর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল) ছবিটির জন্য মোট তিন সপ্তাহের কাজ ছিল। সেই ছবির কাজ সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর এই ছবির একটি গানের দৃশ্যের জন্য স্পেন যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোন এবং শাহরুখের। আরও কয়েকটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল সেখানে। রাশিয়াতেও শুটিং হওয়ার কথা ছিল বলেই জানিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
পাশাপাশি দক্ষিণী পরিচালকের পরবর্তী ছবি আতলির কাজও পিছিয়ে গিয়েছএ। কবে শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে ঘোষণা করা হয়নি।তবে ছেলে জামিন পেলে এবং সমস্যা মিটলে তবেই শাহরুখ কাজে ফিরবেন বলে জানিয়েছেন।