বিনোদন – বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা প্রতিবছরের মতো এবারও রাখি উৎসবে মুসলিম দাদা আরমান আহমেদকে রাখি পরালেন। নিজের ভাই না থাকলেও, আট বছরের সম্পর্কের টানে এই বন্ধন পালন করেন তিনি। শনিবার শত ব্যস্ততার মধ্যেও তিন দাদা—যার মধ্যে আরমানও আছেন—তাঁদের রাখি পরিয়ে গান শোনেন তিয়াসা।
বনগাঁর মেয়ে তিয়াসা কলকাতায় এসে প্রথমে আরমানের বাড়িতে অনেক সময় কাটাতেন। তাঁর হাত ধরেই প্রথম স্টুডিওতে পা রাখা এবং প্রথম সিরিয়ালের প্রোমো শ্যুটে উপস্থিত থাকা—সবই আরমানের অবদান। আগে রাখির দিন বাড়িতে আত্মীয়দের সঙ্গে উৎসব হলেও এখন পরিবেশ বদলেছে, তবে আরমানের সঙ্গে বন্ধন অটুট রয়েছে।
‘রোশনাই’ সিরিয়ালের পর আপাতত বিরতিতে থাকা এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন—প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর নতুন সম্পর্কে জড়িয়েছেন। ছোট চরিত্রে অভিনয় করা আরমানও টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ।
