রাখি বন্ধন উৎসব পালন করলো তরুছায়া ফাউন্ডেশন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় বনগাঁয়।রাখি বন্ধন উৎসবের দিনে জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করালো তরুছায়া ফাউন্ডেশনের সদস্যরা। তরুছায়া ফাউন্ডেশনের সদস্যরা এদিন ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বর্ডারে গিয়ে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টি খাওয়ায়।
সারাবছর সীমান্তে জওয়ানরা নিজের পরিবার পরিজন ছেড়ে অতন্দ্র প্রহরীর মতো বহিঃশত্রুর হাত থেকে দেশবাসীকে রক্ষা করে থাকে। সীমান্তে তাঁরা রাতের পর রাত জেগে কাটায়, যার সুবাদে দেশবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে। জওয়ানদের এই আত্মত্যাগের জন্য দেশবাসী নিরাপদভাবে সমস্ত উৎসব উদযাপন করতে সমর্থ হচ্ছে। রাখিবন্ধন উৎসবের আনন্দ জওয়ানদের সাথে ভাগ করে নিতে তরুছায়া ফাউন্ডেশনের সদস্যদের এই উদ্যোগ। মূলত বাংলার ঘরে ঘরে বোন ও দিদিরা তাদের দাদা ও ভাইয়ের হাতে রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন করে থাকে।
আরও পড়ুন – বিপদ সীমার উপর দিয়ে বইছে শালদহ নদীর জল, আতঙ্কে ওনা নতুনডি সহ বেশ কয়েকটি গ্রাম
তরুছায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সীমান্তে জওয়ানদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদেরও রাখি পরানো হয়। রাখিবন্ধন উৎসবের দিনে সংগঠনের এহেন পদক্ষেপ সম্পর্কে সংগঠনের সদস্যা স্বপ্না সাহা মন্ডল এবং শ্রাবনী টিকাদার বলেন..”সীমান্তে জওয়ানরা সারাবছর নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালন করে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি আধিকারিকরা আমাদের নিরাপত্তা প্রদান ও বিভিন্ন রকম পরিষেবা প্রদান করে চলেছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের উচিৎ তাদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানো। এই আত্মোপলব্ধি থেকেই আমাদের সংগঠনের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”