পুজোয় ট্রেনের সময়সূচি ঘোষণা, জেনে রাখুন সেই সময়সূচী

পুজোয় ট্রেনের সময়সূচি ঘোষণা, জেনে রাখুন সেই সময়সূচী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রাখুন

পুজোয় ট্রেনের সময়সূচি ঘোষণা, জেনে রাখুন সেই সময়সূচী । পুজোর আর মাত্র কয়েকটা দিন। শুরু হয়ে গেছে কাউনডাউন। সর্বত্র চলছে উৎসবের আমেজ। এদিকে করোনা পরিস্থিতিতে ভিড় ও জমায়েতের ওপরে রয়েছে বিধিনিষেধ।

 

আর সেই সমস্ত কোভিড বিধি মেনেই পুজোয় কমবেশি বেরোনর পরিকল্পনা করতে শুরু করেফেলেছেন অনেকেই। এরই মাঝে পুজোয় ট্রেনের সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো। মেট্রো জানাচ্ছে সপ্তমী অষ্টমী ও নবমীতে আপ ও ডাউন মিলিয়ে চলবে ২০৪টি করে ট্রেন। এরমধ্যে ১৭১টি ট্রেন চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে। পরিষেবা শুরু হবে সকাল ১০ থেকে। চলবে মধ্যরাত পর্যন্ত।

 

সপ্তমী-অষ্টমী-নবমীর পরিষেবা

দমদম-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা কবি সুভাষ-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা দমদম-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা দক্ষিণেশ্বর-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ১০টা ৪৮ মিনিটে দমদম-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ১১টায় কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত্রি ১১টায় তবে দশমীতে ট্রেনের সংখ্যা ও সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে মেট্রো। দশমীতে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৩৮টি ট্রেন। এর মধ্যে ১৩৫টি চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে। এদিনও পরিষেবা শুরু হবে সকাল ১০টায়।

 

আর ও  পড়ুন     বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা, নিশ্চিত হলো মুখ্যমন্ত্রীর পদ

 

দশমীর পরিষেবা

দমদম-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা কবি সুভাষ-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা দমদম-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা দক্ষিণেশ্বর-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ৯টা ১৮ মিনিটে দমদম-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত্রি ৯টা ৩০ মিনিটে সপ্তমী-অষ্টমী নবমীতে ৬ মিনিটের ব্যবধানে মেট্রো চললেও দশমীতে পরিষেবা মিলবে ১০ মিনিট অন্তর। যাত্রীদের সমস্ত বোভিড বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোয় চাপার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য, পুজোর আর মাত্র কয়েকটা দিন। শুরু হয়ে গেছে কাউনডাউন। সর্বত্র চলছে উৎসবের আমেজ। এদিকে করোনা পরিস্থিতিতে ভিড় ও জমায়েতের ওপরে রয়েছে বিধিনিষেধ।  আর সেই সমস্ত কোভিড বিধি মেনেই পুজোয় কমবেশি বেরোনর পরিকল্পনা করতে শুরু করেফেলেছেন অনেকেই। এরই মাঝে পুজোয় ট্রেনের সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো। মেট্রো জানাচ্ছে সপ্তমী অষ্টমী ও নবমীতে আপ ও ডাউন মিলিয়ে চলবে ২০৪টি করে ট্রেন। এরমধ্যে ১৭১টি ট্রেন চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে। পরিষেবা শুরু হবে সকাল ১০ থেকে। চলবে মধ্যরাত পর্যন্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top