নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১২ জানুয়ারি, আজ সকালে তমলুক থানার আবাসবাড়ি এলাকায় মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার উদ্ধার হল।মৃত মহিলার নাম মানসী পতি রানা (বয়স ২১)।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন থেকে চার দিন আগে তমলুকের অবাসবাড়ি এলাকায় ৫০০ টাকার বিনিময়ে ইলেকট্রিক বিহীন একটি ঘর ভাড়া নিয়ে ওঠে দম্পতি।মহিলার স্বামী তমলুকের রাধাবলভপুর এলাকায় একটি মুরগি দোকান রয়েছে। এদিন সকালে স্ত্রী-স্বামীর বচসার জেরে রাগের বসে স্বামী একটি হাসুয়া দিয়ে গলার নলি কেটে খুন করে ওই মহিলাকে। রক্তাক্ত অবস্থায় মহিলা বাড়ির বাইরে বেরিয়ে এসে একটি খোলা জায়গায় চটপট করতে থাকে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনা দেখে ছুটে আসার আগেই সুযোগ বুঝে পালিয়ে যায় ওই মহিলার স্বামী। তবে মহিলাটিকে বাঁচানো যায়নি।খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।উক্ত ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।তবে কি কারনে এই খুন তা এখনো জানা যায়নি।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।



















