
স্বপ্নের ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা ‘। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল বাংলাদেশের নিশাত নাওয়ার সালওয়া অভিনীত ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এটি পরিচালনা করেছেন বাংলাদেশের নামকরা পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
জানা গিয়েছে, গত মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে। এ তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই। ছবিতে আরও রয়েছেন ঢালিউডে নতুন মুখ আদর আজাদ চৌধুরী ও মৌসুমী মিথিলা। নির্মাতা বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দিয়েছেন।কেবল তো ছাড়পত্র পেলাম। করোনা পরিস্থিতির কারণে এখনই ছবি মুক্তি নিয়ে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি।
তিনি বলেন, এই ছবি যেহেতু সিনেমা হলকে টার্গেট করে নির্মিত, ফলে একটু ভেবেচিন্তেই মুক্তির তারিখ ঠিক করতে হবে।’ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া এই ছবির মাধ্যমেই প্রথমবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান।
আর ও পড়ুন ইন্টারনেট যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, কী কারণে? জানুন
অন্যদিকে ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদ চৌধুরীরও এটি প্রথম ছবি। ২০১৯ সালের ১২ জুলাই থেকে রাজধানীর উত্তরায় মহরত হয় ছবিটির।
রাজকন্যা২০২০ সালের মাঝামাঝি এসে শেষ হয় কাজ। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলীসহ অনেকে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে। এ তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই। ছবিতে আরও রয়েছেন ঢালিউডে নতুন মুখ আদর আজাদ চৌধুরী ও মৌসুমী মিথিলা।
নির্মাতা বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দিয়েছেন।কেবল তো ছাড়পত্র পেলাম। করোনা পরিস্থিতির কারণে এখনই ছবি মুক্তি নিয়ে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি। রাজকন্যা২০২০ সালের মাঝামাঝি এসে শেষ হয় কাজ। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলীসহ অনেকে।