এবার রাজধানী দিল্লিতে মিললো ওমিক্রন আক্রান্তের হদিশ । পঞ্চম ওমিক্রন আক্রান্তের হদিশ মিললো এবার রাজধানী দিল্লিতে। কনাটক, গুজরাট, মহারাষ্ট্রের পর এবার সংক্রমণের হদিশ মিলল রাজধানীতে। জানা গিয়েছে, তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন তিনি। ৩৭ বছর বয়সি ওই ব্যক্তিকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন বিদেশ থাকে যাঁরা এসেছেন তাদের মধ্যে ১৭ জন কোভিড পজিটিভ। তাঁদের সকলেরই চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বিদেশ থেকে আসা ১২ জনের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে এই ব্যক্তির ওমিক্রন আক্রান্তের রিপোর্ট এসেছে।
প্রসঙ্গত, প্রথমে কর্নাটকে দুই ব্যক্তির ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। তাঁদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। অন্যজন স্বাস্থ্যকর্মী। তিনি বিদেশে যাননি কিন্তু কীভাবে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল গুজরাট এবং মুম্বইয়ে একজন করে ব্যক্তির হদিশ মিলেছে।
একজন ফিরেছিলেন জিম্বাবোয়ে থেকে আর একজন দক্ষিণ আফ্রিকা থেকে। বিদেশ থেকে আসা আরও বেশ কয়েকজনের শরীরে ওমিক্রন পাওয়া যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আর এভাবে একের পর এক আক্রান্তের খবর মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। আর এবার রাজধানীতে সংক্রমণের হদিশ পাওয়া গেল। যার ফলে উদ্বেগ কয়েকগুণ বাড়ল।
আর ও পড়ুন জাওয়াদ’ ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও উত্তাল দীঘার সমুদ্র
উল্লেখ্য,পঞ্চম ওমিক্রন আক্রান্তের হদিশ মিললো এবার রাজধানী দিল্লিতে। কনাটক, গুজরাট, মহারাষ্ট্রের পর এবার সংক্রমণের হদিশ মিলল রাজধানীতে। জানা গিয়েছে, তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন তিনি। ৩৭ বছর বয়সি ওই ব্যক্তিকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন বিদেশ থাকে যাঁরা এসেছেন তাদের মধ্যে ১৭ জন কোভিড পজিটিভ।
তাঁদের সকলেরই চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বিদেশ থেকে আসা ১২ জনের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে এই ব্যক্তির ওমিক্রন আক্রান্তের রিপোর্ট এসেছে। প্রসঙ্গত, প্রথমে কর্নাটকে দুই ব্যক্তির ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। তাঁদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। অন্যজন স্বাস্থ্যকর্মী। তিনি বিদেশে যাননি কিন্তু কীভাবে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল গুজরাট এবং মুম্বইয়ে একজন করে ব্যক্তির হদিশ মিলেছে।