নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ জানুয়ারি, ‘কলকাতার রাজনীতি আমি বুঝি না। যখন রাজনীতি করতাম, তখন বুঝতাম। এখন আমি সাংসদ। এখন কলকাতার রাজনীতি আমি জানি না, বুঝিও না’, বৃহস্পতিবার বারাসত আদালত চত্বরে একথা বললেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি।
কলকাতার মেয়র পদপ্রার্থী করতে চেয়েছিল রূপাকে বিজেপি। সাংবাদিকরা সে কথা স্মরণ করাতেই রূপা বলেন, ‘তখন আমি কলকাতা পুরসভায় লড়াই করতে চেয়েছিলাম। তাই তখন রাজনীতির খোঁজ রাখতাম। এখন আমি রাজ্যসভার সাংসদ। আমি কলকাতার রাজনীতিটা সম্পর্কে কিছু জানি না। বুঝিও না।’ দল যদি কলকাতা পুরসভা ভোটের প্রচারে পাঠায় তা হলে কী করবেন? জবাবে রূপা বলেন, ‘বিরোধী হলেও প্রার্থী যদি ভালো হয়, তাহলে আমি তাঁর নামে কখনও কিছু বলি না। আর আমাদের দলের প্রার্থীর ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রচার করব।’