
নিজস্ব সংবাদদাতা,হুগলি,১৫ ই অক্টোবর: দলীয় পতাকা ফেলে দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল- বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল খানাকুলের তাঁতিশাল অঞ্চলের মাঝপুর। সোমবার রাতের ঘটনায় মঙ্গলবার সকালেও এলাকা থমথমে। চলছে পুলিশি টহলদারি। পুলিশ মোতায়েনও রয়েছে।
তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বোমাবাজির ঘটনা অস্বীকার করছে তৃণমূল। তাদের পালটা অভিযোগ, বিজেপির সমর্থকরাই না কি এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে।
মাঝপুর গ্রামের তাঁতিশাল অঞ্চলের মাঝপুর গ্রামে রবিবার রাতে একদল দুষ্কৃতী বিজেপির দলীয় পতাকা খুলে দেয় বলে অভিযোগ। এর জেরে উত্তজেনা ছড়ায়, চলে বোমাবাজি। বিজেপি সমর্থকদের অভিযোগ, তৃণমূল নেতা শেখ সাকিম, লালবাবু এবং তাঁদের দলবল এলাকায় তাণ্ডব চালায়। পালটা যুব তৃণমূল নেতা শমীকের অভিযোগ, তাঁদের কর্মীদের জোর করে বিজেপিতে নিয়ে যেতে চাইছে তারা। এর জেরে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে গেরুয়া শিবির। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।



















