রাজনৈতিক হাতিয়ার হিসেবে জন্মনিয়ন্ত্রণ-কে ব্যাবহার করতে চাইছে আরএসএস, বললেন অধীর। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মোহন ভাগবতের বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী। এদিন অধীর বাবু বলেন, ‘এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে আরএসএস। আগামী দিনে আরএসএস বলবে মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ করতে হবে’।
বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অধীর বাবু জানান, ‘জন্ম নিয়ন্ত্রণ নিয়ে যেটা বলা হয়েছে, এটা পরিকল্পিতভাবে বাজারে হাতিয়ার ছোড়া হয়েছে। একের পর এক রাজনৈতিক হাতিয়ার এরা ব্যবহার করে। দেশবিরোধী, কাশ্মীর, এনআরসি হল এখন আবার নতুন করে জন্মনিয়ন্ত্রণ। ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে এই ভারতবর্ষে জন্ম নিয়ন্ত্রণ কমছে।
আরও পড়ুন – কলকাতা-শ্রী সহ ৭টি শারদ সম্মান জাগরীর থিম “আলোর দিশারী-র” ঝুলিতে
এখানে মোহন ভাগবত হঠাৎ করে জন্ম নিয়ন্ত্রণ বলছে। এই ভারতবর্ষে কয়েক বছর ধরে জন্ম নিয়ন্ত্রণ চলছে। তাই আজ ভারতবর্ষ, যুবকদের দেশ হিসেবে পরিচিত। সব সমস্যার সমাধানের জন্য জন্মনিয়ন্ত্রণ-কে হাতিয়ার করা হচ্ছে। আজ যেমন তারা বলছে জন্মনিয়ন্ত্রণ করা দরকার, এটাই পাল্টে যাবে। পরে বলবে মুসলমানদের জনসংখ্যা বেশি তাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার।
অথচ, সরকারি পরিসংখ্যান বলছে জন্মনিয়ন্ত্রণ ভারতবর্ষে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে। একটা দেশে শিক্ষার সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বাড়ে। সেই সঙ্গে হয় জন্মনিয়ন্ত্রণ। আইন করে নয়, মেরে ধরে নয়। চীনে জন্মনিয়ন্ত্রণ করতে গিয়ে এমন অবস্থা এখন চীন, রাশিয়া বলছে যত বেশি বাচ্চার জন্ম দেবে, তত বেশি বোনাস পাওয়া যাবে, তত বেশি টাকা দেওয়া হবে, তত বেশি চাকরি দেওয়া হবে, মেরে ধরে জন্মনিয়ন্ত্রণ নয়, মানুষ তার প্রয়োজনে জন্মনিয়ন্ত্রণ করুক। এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে আরএসএস বলবে মুসলমানদের জন্মনিয়ন্ত্রণ করতে হবে’।