রাজস্থানের খুনিদের কলকাতায় ধরা, পলাতক একজনের খোঁজ চলছে

রাজস্থানের খুনিদের কলকাতায় ধরা, পলাতক একজনের খোঁজ চলছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – রাজস্থানে সংঘটিত খুনের ঘটনায় পালিয়ে কলকাতায় এসে গা ঢাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরা পড়েছে তিনজন অভিযুক্ত। ফুলবাগান থানার পুলিশের হাতে আটক হওয়ার পর থানায় নিয়ে যাওয়ার সময়ও তাঁরা পালানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। সূত্রে জানা গেছে, বৃহস্পতির সন্ধ্যায় কাদাপাড়া–ফুলবাগান এলাকায় তিনজনকে সন্দেহভাজন হিসেবে ঘুরতে দেখেই স্থানীয়রা পুলিশকে খবর দেন।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিকভাবে অভিযুক্তদের ভুল বোঝানোর চেষ্টা আটকায়। পরে জানা যায়, রাজস্থানের কুচমন থানার একটি হত্যাকাণ্ডের মামলায় চারজনের নাম আছে। এই তথ্যের পর তিনজনকে আটক করা হয়। চতুর্থ পলাতক অভিযুক্তের খোঁজ চলছে।

কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামান থানার বাসিন্দা। বৃহস্পতিবার সল্টলেকের একটি আবাসনের কার্নিশ থেকে একজনকে নামতে দেখায় বাসিন্দাদের সন্দেহ বাড়ে। পুলিশ তিনজনকে আটক করার সময় তাঁরা পালাতে চেষ্টা করেন এবং পূর্বাচলে প্রবেশ করেন। প্রথমে তারা একটি আবাসনের চতুর্থ তলায় উঠলেও নিরাপত্তারক্ষীদের তাড়ায় সেখান থেকে সল্টলেক বেঙ্গল টেনিস অ্যাকাডেমির দিকে দৌড়ান। সেখানে আইপিএস কোয়ার্টারের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা তাঁদের ধরে ফেলেন।

লালবাজারের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্যের তদন্তকারী কর্মকর্তাদের চোখে ধুলো দিতে কলকাতায় এসেছিলেন অভিযুক্তরা। শুক্রবার রাজস্থান পুলিশের অফিসাররা শহরে পৌঁছবেন এবং ঘটনার তদন্তে অংশ নেবেন। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতদের কলকাতায় আসা মূল উদ্দেশ্য ছিল স্থানীয় নজর এড়ানো ও তদন্তকে বিভ্রান্ত করা।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top