রাজস্থানে ফের নৃশংসতা: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে আইটি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ

রাজস্থানে ফের নৃশংসতা: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে আইটি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজস্থান – রাজস্থানে ফের চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা সামনে এল। বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলা ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ওই সংস্থারই উচ্চপদস্থ কর্মচারী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। এই ঘটনায় এক মহিলাসহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, উদয়পুরের একটি বেসরকারি আইটি কোম্পানির ম্যানেজারের জন্মদিনের পার্টি ছিল ২০ ডিসেম্বর। পার্টির শেষে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন তাঁরই সংস্থার সিইও, একজিকিউটিভ হেড এবং ওই একজিকিউটিভ হেডের স্বামী। অভিযোগকারীর দাবি, তাঁদের গাড়িতেই তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলা হয়।
মহিলার অভিযোগ, পথে সিগারেটের মতো কিছু কেনা হয়, যা তাঁকে দেওয়ার পরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর চলন্ত গাড়িতেই তাঁর উপর গণধর্ষণ করা হয়। মাঝপথে কিছুটা চেতনা ফিরলে তিনি বুঝতে পারেন, সংস্থার সিইও তাঁর শ্লীলতাহানির চেষ্টা করছেন। ভোর প্রায় ৫টা নাগাদ তাঁকে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পরদিন সকালে ওই মহিলা উদয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানান, অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন কোম্পানির সিইও জয়েশ, সহ-অভিযুক্ত গৌরব এবং তাঁর স্ত্রী শিল্পা। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিকভাবে সেই চিহ্নগুলি গণধর্ষণের দিকেই ইঙ্গিত করছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্তভার অতিরিক্ত পুলিশ সুপার মাধুরী বর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তের স্বার্থে অভিযুক্তদের গাড়িতে থাকা ড্যাশক্যামের অডিও ও ভিডিও রেকর্ডিংও খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top