নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২ ফেব্রুয়ারি, মহম্মদ বাজার গৌরনগর গ্রামের ভূমি দপ্তরের রাজস্ব আদায়ের অস্থায়ী অফিস ভাংচুরের অভিযোগে ধৃত মোহাম্মদ বাজার ব্লক এর বিজেপি মন্ডল সভাপতি। এদিন বিজেপির মন্ডল সভাপতি সহ ৫ জনকে গ্রেপ্তার করে মহাম্মদ বাজার থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয় বাঁশ, লাঠি ও শাবল।
যদিও বিজেপির মন্ডল সভাপতি সন্তোষ ভান্ডারীর বক্তব্য, “রাজস্ব আদায়ে অফিস থেকে শুধু পাথরের গাড়ি নয় এছাড়াও বিভিন্ন রকম ইটবোঝাই বালি বোঝাই গাড়ি থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা তোলার অভিযোগ শুনে আমরা গতকাল তাদের বারণ করতে গিয়েছিলাম। সেই সময় বচসা শুরু হয়। তারপর পুলিশ এসে আমাদের গ্রেপ্তার করে”।ভাঙচুরের অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন তিনি।