০৮ জুলাই, ২০২১ : কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তর নির্ধারিত অর্থ হস্তান্তরিত করার পর বকেয়া রাজস্ব ঘাটতি মেটাতে চতুর্থ মাসিক কিস্তিতে গতকাল রাজ্যগুলিকে ৯ হাজার ৮৭১ কোটি টাকা সহায়তা দিয়েছে। গতকালের এই অনুদান সহায়তা দেওয়ার সঙ্গে সঙ্গে চলতি অর্থবর্ষে নির্ধারিত অর্থ হস্তান্তরিত করার পর বকেয়া রাজস্ব ঘাটতি মেটাতে এখনও পর্যন্ত রাজ্যগুলিকে ৩৯ হাজার ৪৮৪ কোটি টাকা দেওয়া হয়েছে। সংবিধানের ২৭৫ ধারার আওতায় রাজ্যগুলিকে নির্ধারিত অর্থ হস্তান্তরিত করার পর বকেয়া রাজস্ব ঘাটতি মেটানোর সংস্থান রয়েছে।

রাজ্যগুলির রাজস্ব খাতে ঘাটতি মেটাতে মাসিক কিস্তি হিসাবে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এই অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে। কমিশন ২০২১-২২ এ ১৭টি রাজ্যকে নির্ধারিত অর্থ হস্তান্তরিত করার পর বকেয়া রাজস্ব ঘাটতি মেটানোর সুপারিশ করে। রাজ্যগুলির রাজস্ব ও ব্যয়ের মধ্যে ফারাক বিশ্লেষণ করে কমিশন সংশ্লিষ্ট রাজ্যগুলির জন্য অনুদান সহায়তার পরিমাণ স্থির করে থাকে। পঞ্চদশ অর্থ কমিশন ২০২১-২২ অর্থবর্ষে ১৭টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ
অনুদান হিসাবে ১ লক্ষ ১৮ হাজার ৪৫২ কোটি টাকা মেটানোর প্রস্তাব দেয়। এর মধ্যে এখনও পর্যন্ত ৪টি মাসিক কিস্তিতে ৩৯ হাজার ৪৮৪ কোটি টাকা (৩৩.৩৩ শতাংশ) মেটানো হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশন যে ১৭টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ অনুদান সহায় তাঁর প্রস্তাব দেয় তার মধ্যে পশ্চিমবঙ্গ সহ রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাডু, ত্রিপুরা এবং উত্তরাখন্ড। উল্লেখ করা যেতে পারে, চতুর্থ কিস্তিতে রাজস্ব ঘাটতি বাবদ অনুদান হিসাবে জুলাই মাসে পশ্চিমবঙ্গকে ১ হাজার ৪৬৭ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এদিকে ২০২১-২২ অর্থবর্ষে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গকে রাজস্ব ঘাটতি বাবদ প্রদেয় অর্থের পরিমাণ ৫ হাজার ৮৬৯ কোটি টাকা।