নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ২৪ শে এপ্রিল :রাজারহাটে অস্ত্র সহ গ্রেফতার এক অস্ত্র পাচার কারি।উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি।ধৃতের নাম তাফিজুল শেখ। বাড়ি ডোমকল থানা এলাকায়।গ্রেফতার করলো রাজারহাট থানার পুলিশ।আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে রাজারহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের কামারবাড়ি মোড় থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার কাছে একটি ব্যাগের মধ্যে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়।পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে এই ব্যক্তি রাজারহাটের মাঝেরহাইট এলাকায় কয়েক বছর ধরে বাড়ি ভাড়া করে ছিলো। সেখানে রাজমিস্ত্রির কাজ করতো।আজ ধৃতকে বারাসাত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে কি উদ্যেশে এই অস্ত্র নিয়ে এসেছিল, এই ব্যক্তি অস্ত্র ব্যাবসার সাথে জড়িত আছে কিনা এবং এখানে কার কাছে দিতে এসেছিল সেই বিষয় জানার চেষ্টা করবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।