রাজারহাটে আত্মহত্যার চেষ্টায় দুই মহিলার মৃত্যু, ব্যবসায়ী আশঙ্কাজনক

রাজারহাটে আত্মহত্যার চেষ্টায় দুই মহিলার মৃত্যু, ব্যবসায়ী আশঙ্কাজনক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা –  ট্যাংরার পর এবার রাজারহাট— ফের একই পরিবারের আত্মহত্যার চেষ্টায় তৈরি হচ্ছে চাঞ্চল্য ও রহস্যের আবহ। রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্কে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, যেখানে বিপুল দেনার ভারে অসহায় হয়ে স্ত্রী ও মাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সঞ্জয় দে নামে এক ব্যবসায়ী। এই ঘটনায় তাঁর স্ত্রী ও মায়ের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সঞ্জয় দে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাজারে দেনার দায়ে জর্জরিত ছিলেন সঞ্জয় দে। দেনা শোধ করতে গিয়ে ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছিলেন নিজের বাড়ি ও গাড়ি। শেষ পর্যন্ত হতাশ হয়ে তিনি স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে অনুমান।

শুক্রবার সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সঞ্জয় দে-র স্ত্রী ও মাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ী নিজে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। সুস্থ হলে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাংরা হত্যাকাণ্ডের চার্জ গঠনের দিনই ঘটেছে রাজারহাটের এই আত্মহত্যার চেষ্টা। ট্যাংরাতেও বিপুল দেনার দায়ে একই পরিবারের দুই পুত্রবধূ ও এক নাবালিকাকে খুন করে আত্মহত্যার নাটক করেছিলেন দুই ভাই। সেই ঘটনায় দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার চার্জ গঠন করেছে পুলিশ। মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top