নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ ফেব্রুয়ারি, গোপনসূত্রে খবর পেয়ে রাজারহাট রাইগাছি এলাকায় নজর রেখেছিল রাজারহাট থানার পুলিশ।সেই সূত্র ধরেই এদিন রাজারহাট রাইগাছি থেকে দুটি তক্ষকসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃত ৫ জনের নাম, আব্দুল গফফার(২৩), শেখ নাজিমুল(৪৩), সঞ্জীব দাস(৭০), প্রতাব সিনহা(৫৩) ও রহিম আলী শেখ(৫১)।
জানা গিয়েছে, পুলিশের কাছে বেশ কয়েকদিন ধরে খবর আসছিল তক্ষক পাচারের উদ্দেশ্যে কোনও বড় দল তারা ঘাঁটি বেঁধেছে রাজারহাট এলাকায়।এদিন সেই একইভাবে জানতে পারে বেশ কয়েকজন তক্ষক সহ রাজারহাট রাইগাছি এলাকায় ঘোরাঘুরি করছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি তক্ষক সহ ৫ জনকে গ্রেপ্তার করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে তারা এই তক্ষক বিক্রি করার জন্য সেখানে এসেছিল। তক্ষক সহ ধৃত পাঁচ জনকে বনদপ্তর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।