কলকাতা – সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল রাজারহাটের খাড়োয়া খাল এলাকা। শুক্রবার সকালে হাড়োয়া থেকে করুণাময়ী যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। পথে খাড়োয়া খাল সংলগ্ন ব্রিজের কাছে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। মুহূর্তের মধ্যে ডিভাইডার ভেঙে খালের জলে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে মুহূর্তে ছড়ায় আতঙ্ক। বাসের মধ্যে থাকা যাত্রীরা চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকেন। তাঁদের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। আহতদের মধ্যে কমপক্ষে ১৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যবশত, এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহত এক যাত্রী জানান, “আমার বাড়ি বেড়াচাঁপায়। সল্টলেকে অফিসে যাচ্ছিলাম। বাস ভর্তি ছিল। একটা বাসকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান, তারপরই খালে পড়ে যায় বাস।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার উপর অন্য একটি বাসের সঙ্গে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর বাসের মধ্যে আরও কেউ আটকে রয়েছেন কি না তা তল্লাশি চালানো হয়। পাশাপাশি, চালক মদ্যপ ছিলেন কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




















