ভবানীপুরে মমতা কতো শতাংশ ভোটে জিতবেন? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে মমতা কতো শতাংশ ভোটে জিতবেন? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রাজীব

ভবানীপুরে মমতা কতো শতাংশ ভোটে জিতবেন? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের   জয় নিয়ে বিন্দুমাত্রও সন্দেহ নেই। ভবানীপুর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি জিতছেন। ভোট পাবেন মোট ভোটের ৭৫ শতাংশ। বৃহস্পতিবার বিধানসভা উপনির্বাচন চলাকালীন একথা জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং এবছর ডোমজুড় বিধানসভার বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জি।

 

তিনি বলেন, ‘এরাজ্যে গত বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির মুখ দেখেই ২১৩টা আসনে তৃণমূলকে জয়ী করেছেন সাধারণ মানুষ। ফলে এই কেন্দ্রে তৃণমূলের জয়ের মার্জিন আরও বাড়বে। এর আগের নির্বাচনেও এই কেন্দ্রে যারা তৃণমূলকে ভোট দেননি তাঁরাও এবার দু’হাত ভরেই মমতাকে ভোট দেবেন।’একসময় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির গুড বয় ছিলেন রাজীব। বনদপ্তর ও অনগ্রসর শ্রেণীকল্যান দপ্তর ছাড়াও মন্ত্রী হিসেবে সামলেছেন রাজ্যের সেচ ও জলপথ বিভাগও। এবছর বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ডোমজুড় বিধানসভায় প্রতিদ্বন্দ্বীতাও করেছিলেন। কিন্তু হেরে যান এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের কাছে।

 

আর ও  পড়ুন    বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাখি! যা একসময় মানুষের পোষ্য ছিল

 

এরপরেই কিছুটা রাজনৈতিক সন্ন্যাসে চলে যান রাজীব। সরকারিভাবে এখনও বিজেপি না ছাড়লেও বিধানসভা নির্বাচনের পর তাঁকে আর কোনও বিজেপির অনুষ্ঠানে দেখা যায়নি। বরং ফেসবুকে নাম না করে যেমন বিজেপির সমালোচনা করেছেন তেমনি রাজ্যের বিরোধী নেতারও সমালোচনা করতে দেখা গেছে তাঁকে। নির্বাচনের পর তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়ে দেখাও করেছেন। যদিও কুণাল এবং রাজীব দু’জনেই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন।

 

এই মুহুর্তে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব অনেকটাই। বহু বিজেপি নেতাকেই বলতে শোনা গেছে, রাজীব তাঁদের কাছে এখন ক্লোজড চ্যাপ্টার। ভবানীপুর কেন্দ্রের ভোটার না হলেও এদিন রাজীব ছিলেন সক্রিয়। সকাল থেকেই চোখ রেখেছেন টিভির পর্দায়। তাঁর কথায়, ‘টিভিতে যেমন চোখ রেখে বসেছি তেমনি ফোনেও অনেকের থেকে খবর নিয়েছি। কারণ, আমি তো একজন রাজনীতিক।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top