এবারে ‘খেল রত্ন’ পুরষ্কারের সঙ্গে ধ্যান চাঁদের নাম যুক্ত হলো। বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র। রাজীব গান্ধীর বদলে পুরস্কারের নামের সঙ্গে যুক্ত হল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের নাম। সম্প্রতি টুইট করে নাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী জানান, বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন মহলের তরফে ‘খেল রত্ন’ পুরস্কারকে মেজর ধ্যান চাঁদের নামে করানোর আবেদন জানানো হয়েছিল। সেই দাবিকেই মান্যতা দিলেন নরেন্দ্র মোদী।
বিশ্বের অন্যতম সেরা হকি খেলোয়াড়দের মধ্যে ধ্যান চাঁদ একজন। বাইশ বছরের ঝকঝকে কেরিয়ারে চারশোর বেশি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। আজও তিনি সারা বিশ্বে স্মরণীয় হয়ে আছেন তাঁর গোল করার নজির এবং তিনটি অলিম্পিকে হকিতে স্বর্ণপদকের জন্য। হকির জাদুকর বলা হয় তাঁকে।
এদিন টুইতে প্রধানমন্ত্রী জানান, ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক নাগরিকের কাছ থেকে এই আবেদন পেয়েছেন তিনি। খেল রত্ন পুরস্কারের নামকরণ মেজর ধ্যান চাঁদের নামে করা হোক বলে আবেদন করেন তাঁরা। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে, ‘খেল রত্ন’ পুরস্কারকে এখন থেকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার বলা হবে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী।