বিনোদন – স্টারকিড হিসাবে ইতিমধ্যেই লাইমলাইটে উঠে এসেছে রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। বাড়িতে থাকলেই নানা রকম দুষ্টুমি করে সে। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বাবার চপ্পল পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইয়ালিনি। পরে সেটি ঠিক জায়গায় গিয়েই খুলে রাখছে সে।
রাজের এই চপ্পল যে আন্তর্জাতিক ব্র্যান্ড GUCCI-র, তা স্পষ্ট ভিডিওতে। GUCCI-র অফিসিয়াল ওয়েবসাইটে এই স্লাইড স্যান্ডেলের দাম ৮৮০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকারও বেশি। তবে এটি অরিজিনাল নাকি ফার্স্ট কপি, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
আন্তর্জাতিক ব্র্যান্ডের বিলাসবহুল সামগ্রী ব্যবহার করার জন্য বহুবার খবরের শিরোনামে এসেছেন রাজ-শুভশ্রী। চলতি বছরের শুরুতে দুবাই ভ্রমণের সময় শুভশ্রীর হাতে দেখা গিয়েছিল প্রায় ১ লক্ষ ৫৮ হাজার টাকার ব্যাগ। দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের মতো বলিউড অভিনেত্রীদের কালেকশনেও রয়েছে এই ব্যাগ। শুধু তাই নয়, সেই সফরে বিজনেস ক্লাসে যাতায়াত করেছিলেন তাঁরা।




















