নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৪ ঠা সেপ্টেম্বর : হালিশহর উত্তর প্রসাদ নগর এলাকায় পরপর চার থেকে পাচ রাউন্ড গুলি চালালো দুস্কৃতিরা।আতংকিত এলাকাবাসী। বিজেপির কমি বিপুল সিং এর অভিযোগ তাকে উদ্দেশ্য করেই তার বাড়ির সামনেই গুলি চালিয়েছে তৃনমুল এর দুস্কৃতিরা।এর আগেও তাকে পিস্তল দেখিয়ে হুমকি দিয়েগেছে এলাকার তৃনমুল কমি’রা। ফের গভীর রাতে গুলি চালায়। পুলিশ কে অনেকদিন আগে থেকেই জানানো সত্ত্বেও নৈহাটি থানার পুলিশ কোন কিছু করেনি। বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
তবে এলাকার তৃনমুলের হালিশহর পৌরসভার কাউন্সিলর কল্পনা বিশ্বাস জানান, কোন গুলির আওয়াজ শোনা যায় নি। নিজেরাই করে তৃনমুলের উপর দায় চাপাতে চাইছে আর বদনাম করার চেস্টা করছে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয় নি। আজ সকালে হালিশহরে আক্রান্ত বিজেপি কর্মী বিপুল সিংয়ের বাড়িতে যান শুভ্রাংশু রায়।
রাজ্যপালের ডি.জি তলবের পরও ফের হালিশহরে চললো গুলি
রাজ্যপালের ডি.জি তলবের পরও ফের হালিশহরে চললো গুলি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram