নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,১ নভেম্বর,২০২০: বারাসাত বামেদের পরিচালিত ন্যায্যমূল্যে সব্জি বাজারে এসে রাজ্যে রাজ্যপাল পদটি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করলেন সুজন চক্রবর্তী। তিনি বলেন রাজ্যপালের পদটি একটি সাংবিধানিক পদ,কিন্তু এই রাজ্যপাল এই পদটির বাইরে এসে কাজ করতে দেখা যাচ্ছে।পূর্বের রাজ্যপালকেও শাসক দল ব্যবহার করতো,শাসক দলের মঞ্চেও দেখা গেছে রাজ্যপাল কে।রাজ্যপালের কাজ,তার কোন কথা থাকলে দিল্লি কে জানানো,বারাবার সাংবাদিক সম্মেলনে করে ঘুরে বেড়ানো তার কাজ নয়।রাজ্যপাল পদটি রাজনৈতিক অংশীদার হোক এটা ঠিক হবে না বলে মন্তব্য সি পি আই এম নেতা সুজন চক্রবর্তী। তিনি এই দিন সাংবাদিকদের প্রশ্নে উত্তরে রাজ্যপালের কার্যকালেপের কড়া সমালোচনা করেন,পাশাপাশি এই রাজ্যে এই পদটি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
