নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ ফেব্রুয়ারি, আজ নিউটনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাজ্যপালের সামনে অর্ধনগ্ন হয়ে থালা হাতে নিয়ে বিক্ষোভ দেখাল বৃত্তিমূলক শিক্ষকরা।বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে বৃত্তিমূলক শিক্ষক-শিক্ষিকা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। এবং আদালতে তারা জানিয়েছিল, তাদের দাবি-দাওয়া না মানা হলে তারা একটি অবস্থান বিক্ষোভ করবে। সেই মতো আদালত তাদের ১৫ দিনের অনুমতি দেয়। গত ২৭ জানুয়ারি থেকে প্রায় ১২ হাজার শিক্ষক শিক্ষিকা তারা কারিগরি ভবনের উল্টোদিকে রাস্তার পাশে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন।
আজ তাদের অবস্থান বিক্ষোভ ১৩ দিনের পড়লো। এবং ১৩ দিনের মাথায় তারা যখন খবর পায় রাজ্যপাল নিউটাউনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।তখন তারা অর্ধনগ্ন অবস্থায় থালা হাতে নিয়ে সারিবদ্ধ ভাবে রাস্তার পাশে বসে পড়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেই বিক্ষোভ রাজ্যপালের নজরে আসে। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় টেখনোসিটি থানার পুলিশ এবং শিক্ষক-শিক্ষিকাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।