সল্টলেক:- রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জন দেবের যে সম্পর্ক আছে তা শুখেন্দু শেখর রায় তৃণমূল ভবন থেকে বলেছেন তার পাল্টা প্রতিক্রিয়ায় সল্টলেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন তৃণমূলের লোকেরা মন্ত্রী সবার মাথা ঠিক নেই চারিদিকে এত দুর্নীতি ধরা পড়ছে সরকার দু’মাসের মধ্যে নিজেকে অসফল প্রমাণ করে দিয়েছে কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের উপরে পাটির ওপরে তাই কি বলছেন তারা নিজেরাও জানেন না সমস্ত অভিযোগ করছেন কোন প্রমাণ ছাড়াই মুখ্যমন্ত্রী থেকে তার প্রতিনিধিরা সেজন্য রাজ্যপালের বিরুদ্ধে প্রমাণ দিয়ে কথা বলুন যদি তারা রাজ্যপালকে সহ্য করতে না পারেন তার মানে তার নামে যা ইচ্ছা বলবেন এতে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে বলে তিনি বলেন।

মানবতা লঙ্ঘিত হচ্ছে শুখেন্দু শেখর রায় পাল্টা কটাক্ষ করে বলেছেন শুধুমাত্র মানবতা পশ্চিমবঙ্গে কেন ত্রিপুরা অন্যান্য বিজেপি শাসিত রাজ্য নয় কেন অন্য রাজ্যে রকম পরিস্থিতি নেই সরকার এবং তাদের অত্যাচারে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে মানুষ চলে যায় যেতে বাধ্য হচ্ছে কেবল পশ্চিমবাংলায় হয়েছে এবং বারবার হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় হয়েছিল বিধানসভা নির্বাচনের পরেও হয়েছে মানবাধিকারের প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠলে মানবাধিকার কমিশনের দলের নেতাদের ওপর আক্রমণ হয় এটা এখানেই ঘটে স্বরাষ্ট্র দপ্তরের দলে তাকে আটকে রাখা হয় করো না নিয়ে দেখতে এলে তাকে আটকে রাখা হয় এটা পশ্চিম বাংলার বাইরে কোথাও হয় না সেই জন্য এই কথা বারবার আমাদেরকে বলতে হয়।
পশ্চিমবাংলায় কি ধরনের হিংসা শুরু হয়েছে তৃণমূল সরকার এবং পুলিশ গুন্ডা অনেক মানুষ বিজেপি বা অন্যান্য পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করতে হচ্ছে কেন তাদের এই সরকারের উপর মানুষের বিশ্বাস চলে গেছে প্রশাসনের ওপর বিশ্বাস চলে গেছে তাই বিভিন্ন কমিশনে অভিযোগ জানাতে হচ্ছে বারবার তাই বিভিন্ন কমিশনের পশ্চিমবাংলায় আসছেন। আমরা প্রশ্ন তুলেছি এর আগে অনেক শীত গঠন হয়েছে যেটা চেয়েছিল মানুষ সরকার উল্টোটা করেছে নিজেদের লোকেদের বাঁচানোর চেষ্টা করেছেন সত্যি সত্যি পেছনে উদ্দেশ্য কি আছে সরকার যখন বক্তব্য জানাবে এটা পরিষ্কার হবে।



















