রাজ্য পুলিশে একাধিক জেলার পুলিশ সুপারকে দেওয়া হল বদলির নির্দেশ! জল্পনা

রাজ্য পুলিশে একাধিক জেলার পুলিশ সুপারকে দেওয়া হল বদলির নির্দেশ! জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য পুলিশে একাধিক জেলার পুলিশ সুপারকে দেওয়া হল বদলির নির্দেশ! জল্পনা। রাজ্যপুলিশে আসছে বড় সড় পরিবর্তন। একাধিক জেলার পুলিশ সুপার হাতে পেলেন বদলির নির্দেশ। সূত্রের খবর, ইতিমধ্যে বদলি হয়েছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি আইপিএস দেবষ্মিতা দাস। মঙ্গলবার নবান্ন থেকে পুলিশ আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। নয়া তালিকা অনুযায়ী  দেবষ্মিতা দাস হচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি।অন্যদিকে, কোলকাতা পুলিশের ডিসি ডিডি হলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের বর্তমান ডিসি পদে থাকা সূর্য প্রতাপ যাদব।

 

এছাড়া,মালদহ, বারুইপুর, ডায়মন্ডহারবার, রানাঘাট, বাঁকুড়া জুড়ে পুলিশ সুপার বদলি হচ্ছেন।এদিকে,মোট ১৭জন আইপিএসের এ দিন বদলির নির্দেশিকা জারি হয়েছে বলেও সূত্রের খবরে জানা অন্যদিকে,চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি প্রবীন প্রকাশ হলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি। এছাড়া,চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হলেন নিধি রাণী,যিনি SVSPA-এর ভাইস প্রিন্সিপ্যাল পদে ছিলেন। বারুইপুরের পুলিশ সুপার বদলি হয়ে গেলেন বাঁকুড়ার এসপি পদে।

 

বাঁকুড়ার পুলিশ সুপারের পদে থাকা ধৃতিমান সরকার হলেন ডায়মন্ডহারবারের এসপি। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সায়ক দাস হলেন CID-এর SS পদে। ডায়মন্ডহারবারের এসপি পদে থাকা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন রানাঘাটের পুলিশ সুপার। বারুইপুরের এসপি হলেন পুষ্পা, তিনি বর্তমানে খড়গপুরের এসআরপি পদে ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন  গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

উল্লেখ্য, রাজ্যপুলিশে আসছে বড় সড় পরিবর্তন। একাধিক জেলার পুলিশ সুপার হাতে পেলেন বদলির নির্দেশ। সূত্রের খবর, ইতিমধ্যে বদলি হয়েছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি আইপিএস দেবষ্মিতা দাস। মঙ্গলবার নবান্ন থেকে পুলিশ আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। নয়া তালিকা অনুযায়ী  দেবষ্মিতা দাস হচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি।অন্যদিকে, কোলকাতা পুলিশের ডিসি ডিডি হলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের বর্তমান ডিসি পদে থাকা সূর্য প্রতাপ যাদব।এছাড়া,মালদহ, বারুইপুর, ডায়মন্ডহারবার, রানাঘাট, বাঁকুড়া জুড়ে পুলিশ সুপার বদলি হচ্ছেন।

 

এদিকে,মোট ১৭জন আইপিএসের এ দিন বদলির নির্দেশিকা জারি হয়েছে বলেও সূত্রের খবরে জানা অন্যদিকে,চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি প্রবীন প্রকাশ হলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি। এছাড়া,চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হলেন নিধি রাণী,যিনি SVSPA-এর ভাইস প্রিন্সিপ্যাল পদে ছিলেন। বারুইপুরের পুলিশ সুপার বদলি হয়ে গেলেন বাঁকুড়ার এসপি পদে। বাঁকুড়ার পুলিশ সুপারের পদে থাকা ধৃতিমান সরকার হলেন ডায়মন্ডহারবারের এসপি। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সায়ক দাস হলেন CID-এর SS পদে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top