রাজ্যস্তরের কলা উৎসবে উত্তর দিনাজপুরের প্রাপ্তি ৫টি পদক। রাজ্যস্তরের কলা উৎসবে উত্তর দিনাজপুরের প্রাপ্তি মোট ৫টি পদক। এনিয়ে জেলা জুড়ে খুশির হাওয়া ছড়িয়ে গিয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের প্রগতি সরকার ধ্রুপদী নৃত্য (বালিকা) বিভাগে তৃতীয় হয়েছে। দ্বিমাত্রিক চিত্রাঙ্কন (বালিকা) বিভাগে সারদা বিদ্যামন্দিরের শুভশ্রী বিশ্বাস তৃতীয় হয়েছে। ত্রিমাত্রিক ভাষ্কর্য্য (বালক) বিভাগে ইটাহার হাই স্কুলের বিশ্বজিৎ দাস তৃতীয় হয়েছে।
পরম্পরাগত লোক নৃত্য (বালক) বিভাগে ইটাহার হাই স্কুলের রীতম চৌধুরী তৃতীয় হয়েছে। এছাড়াও ভারতীয় আদিবাসী খেলনা ও খেলা (বালক) বিভাগে ইটাহার হাই স্কুলেরই সঞ্জিৎ দেবশর্মা তৃতীয় হয়েছে। বিগত ৬ বছরের মত এবারও রাজ্য স্তরের কলা উৎসবের মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরে পুরস্কৃত হল উত্তর দিনাজপুর জেলার ৫ পড়ুয়া।
প্রসঙ্গত,৩০শে নভেম্বর ও ১লা ডিসেম্বর রাজ্যস্তরের কলা উৎসব-২০২২ এর আসর বসে কোলকাতা শহরে।জেলা সমগ্র শিক্ষা মিশনের জেলা কোঅরডিনেটর সোমনাথ চক্রবর্তী বলেন, ৬ষ্ঠ জেলা কলা উৎসব গত ২০শে নভেম্বর রায়গঞ্জে অনুষ্ঠিত হয়। জেলা থেকে বিভিন্ন বিভাগে সেরা ২০ জন পড়ুয়া রাজ্যস্তরে অংশ গ্রহণ করে।
আরও পড়ুন – শুভেন্দুর বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতির অভিযোগ
এদের মধ্যে থেকে ৫জন বিভিন্ন বিভাগে সেরাদের একজন হয়েছে। ধারাবাহিক ভাবে এই জেলা রাজ্যস্তরে সফল হয়ে চলেছে, এই মানকে ধরে রেখে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। পাশাপাশি, ৫টি বিভাগে রাজ্যস্তরে অংশ নিয়ে ৩টি বিভাগে পুরস্কৃত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইটাহার হাই স্কুলের শিক্ষক ড. অভিজিৎ চৌধুরী। তিনি বলেন, এই কলা উৎসবে আমাদের ছেলেমেয়েরা তাদের সেরাটা দিয়েছে। তবুও আরও পরিমার্জনের প্রয়োজন রয়েছে।