রাজ্যের অন্যান্য জেলার সাথে মালদহেও জেলা জুড়ে পালিত হল ছট পুজো উৎসব । রবিবার বিকেলে ছট পুজোর প্রথম দিনের পর সোমবার ভোরেও মালদা শহরের মহানন্দা নদীর ঘাট তথা জেলার বিভিন্ন প্রান্তের পুকুর ঘাট গুলিতে উপচে পরে ভক্তদের ভিড়। সাধারণ বহু মানুষ জলের পাড়ে দাঁড়িয়ে ছট পুজো উপভোগ করেন। পুণ্যার্থীরা কোমর জলে নেমে ডালা সাজিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে এই পুজো করেন। কোথাও ব্যান্ড পার্টি , আবার কোথাও ঢাক বাজিয়ে চলে ছট পুজোর ধুমধাম করে আয়োজন।
মালদহ সদরের মিশন ঘাট, বালুচর, পুরাটুলি সদরঘাট পুরাতন মালদহের মঙ্গলবাড়ী সহ বিভিন্ন ঘাটে ভক্তদের ঢল নামে। পুজোকে ঘিরে ঘাট গুলিতে ফুলের মালা ও বিভিন রকম আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়। ভক্তরা সোমবার ভোরে উদিত সূর্যকে অর্ঘ্য দিয়ে পুজো সমাপ্ত করেন। তবে এই ছট পুজোকে ঘিরে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন ঘাট গুলিতে যন্ত্রচালিত নৌ-যান মোতায়েন করা হয়। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও ছট পুজোর বিভিন্ন ঘাট গুলিতে নজরদারি চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। ।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
রাজ্যের অন্যান্য জেলার সাথে মালদহেও জেলা জুড়ে পালিত হল ছট পুজো উৎসব । রবিবার বিকেলে ছট পুজোর প্রথম দিনের পর সোমবার ভোরেও মালদা শহরের মহানন্দা নদীর ঘাট তথা জেলার বিভিন্ন প্রান্তের পুকুর ঘাট গুলিতে উপচে পরে ভক্তদের ভিড়। সাধারণ বহু মানুষ জলের পাড়ে দাঁড়িয়ে ছট পুজো উপভোগ করেন। পুণ্যার্থীরা কোমর জলে নেমে ডালা সাজিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে এই পুজো করেন। কোথাও ব্যান্ড পার্টি , আবার কোথাও ঢাক বাজিয়ে চলে ছট পুজোর ধুমধাম করে আয়োজন।
মালদহ সদরের মিশন ঘাট, বালুচর, পুরাটুলি সদরঘাট পুরাতন মালদহের মঙ্গলবাড়ী সহ বিভিন্ন ঘাটে ভক্তদের ঢল নামে। পুজোকে ঘিরে ঘাট গুলিতে ফুলের মালা ও বিভিন রকম আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়। ভক্তরা সোমবার ভোরে উদিত সূর্যকে অর্ঘ্য দিয়ে পুজো সমাপ্ত করেন। তবে এই ছট পুজোকে ঘিরে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন ঘাট গুলিতে যন্ত্রচালিত নৌ-যান মোতায়েন করা হয়। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও ছট পুজোর বিভিন্ন ঘাট গুলিতে নজরদারি চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। ।