নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ৩০ মার্চ, করোনার জেরে গত ১৪ তারিখ পর্যন্ত লকডাউনের ঘোষণা করে সরকার।ভাইরাসের চেন ভাঙতে সকল মানুষকে গৃহবন্দী হওয়ার অনুরোধ করা হয়।কিন্তু তাতেও থেমে নেই, ক্রমশ বাড়ছে দেশে আক্রান্তের সংখ্যা।রাজ্যে যাতে সকল মানুষ সুরক্ষিত থাকে তার অনবরত চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার বাড়াল লকডাউনের সময়সীমা।সরাসরি নবান্ন থেকে তিনি জানালেন, ১৩ এপ্রিল নয়, ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বহাল থাকবে লকডাউন।এর আগে জানা গিয়েছে, ২২টি জেলায় করোনাতে আক্রান্তদের চিকিৎসার জন্য রাজ্য স্বাস্থদপ্তরের পক্ষ থেকে চিকিৎসাকেন্দ্র করা হচ্ছে।
করোনাতে নিজের রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করতে দফায় দফায় নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।আজও নবান্নে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিবেচনা করেই তিনি রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছেন।পাশাপাশি তিনি জনগণকে লকডাউনে ভলেন্টিয়ার করার জন্য বলেন।যারা যারা ভলেন্টিয়ার করতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার কথা বলেন তিনি (যোগাযোগের নম্বরটি হল- ০৩৩২৩৪১২৬০০)।রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।