নিউজ ডেস্ক ২৮জানুয়ারি ২০২১:রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।
এই ঘটনার পরে শহর জুড়ে বিভিন্ন থানায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ছয়জন কে । এই ঘটনায় আদৌ যুক্ত আছে কিনা স্বজন তা তদন্ত শুরু করেছে লালবাজারের গুন্ডা দমন শাখার পুলিশ পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান দুই গোষ্ঠীর লড়াইয়ের ফলে এই ঘটনাটি ঘটেছে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে ভয় পাইয়ে দিতেই বোমাবাজি করেছে। এই ঘটনার মূল কারণ খুঁজতে পুলিশি অভিযানের অংশ হিসেবে পর্ণশ্রী পূর্ব যাদবপুর কসবা থানা এলাকা থেকে মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম।পুলিশের তরফ থেকে বলা হয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কুড়ি পঁচিশ জন যুবক আট থেকে দশটি গাড়ি ও দুই তিনটি মোটরসাইকেলে এসে রাজডাঙ্গা মেন রোড এলাকায় বোমা ফাটায়। গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। যদিও ঘটনার সময় ইন্দ্রনীল সেন সেই সময় বাড়িতে ছিলেন না চন্দননগরে একটি কাজে গিয়েছিলেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,”পুলিশ যা করণীয় করছে । এটি এমনিতে নিরাপদ এলাকা। এর মাঝে কেন এমন হলো বুঝতে পারছি না। বাড়ির সকলে নিরাপদে আছে। স্থানীয়রা জানায় যারা হামলা চালিয়েছে তারা কেউই স্থানীয় নয়।
আরও পড়ুন….পদ্মশ্রী সম্মান পেলেন দেশের প্রথম মহিলা টেবিল টেনিস তারকা