রাজ্য – রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এল বাজেট। রাজ্য সরকার ঘোষণা করেছে, মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বাড়ানো হচ্ছে। এই বর্ধিত ডিএ কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে। শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় এই ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন। নতুন ঘোষণা কার্যকর হলে তা বেড়ে হবে ১৮ শতাংশ। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীরা এখনও ৩৫ শতাংশ কম ডিএ পাবেন। তবুও এই সিদ্ধান্তে অনেক রাজ্য সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটেছে।
দীর্ঘদিন ধরেই ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্রও উপস্থিত ছিলেন।
বাজেটে কর্মসংস্থান সংক্রান্ত পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। জাতীয় স্তরে যেখানে বেকারত্বের হার ৯.০৫ শতাংশ, সেখানে বাংলায় সেই হার ৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতিকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
