রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে নবান্নে জরুরি বৈঠক

রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে নবান্নে জরুরি বৈঠক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার দুপুর বারোটায় এই বিশেষ বৈঠকে বসছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সম্প্রতি এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া একাধিক ঘটনায় প্রশাসনিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। নাগরিক সমাজেও তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সেই প্রেক্ষিতেই এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং সুপারদের। পাশাপাশি, উপস্থিত থাকতে হবে প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদেরও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের কমিশনারকেও এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।

সূত্রের খবর, বৈঠকে কেবল সরকারি নয়, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করা হবে। হাসপাতাল চত্বরে নিরাপত্তা কীভাবে আরও জোরদার করা যায়, সিসিটিভি নজরদারি ও পুলিশ টহল কতটা বাড়ানো সম্ভব— সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি এসএসকেএম মেডিক্যাল কলেজে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত এনআরএস মেডিক্যাল কলেজের এক অস্থায়ী কর্মী। ওই ঘটনার পর স্বাস্থ্য ভবন দ্রুত রিপোর্ট তলব করেছে। অন্যদিকে, উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসকের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনাও নাড়া দিয়েছে রাজ্য প্রশাসনকে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top